সোদপুর বারাসাত রোডের ওপর ঘোলা থানার ঠিক উল্টো দিকে দুটি দোকানে লাগলো ভয়াবহ আগুন।আগুন লাগার প্রায় আধঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।এলাকার সাধারণ মানুষ এবং ঘোলা থানার পুলিশ জল দিয়ে আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার।