চলন্ত ট্রেনে শুট আউট,কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেসে,

যাত্রীদের কথা অনুযায়ী নিউ জলপাইগুড়ি ষ্টেশনে ঢোকার আগেই, প্রায় ৩-৪ রাউন্ড গুলির শব্দ পায়,নিউ জলপাইগুড়ি স্টেশনের ট্রেন থামলে জানা যায় একজনের মৃত্যু হয়েছে, ঘটনা আসলে পুলিশ,আরপিএফ, জিআরপি,কেইবা গুলি মারল বা কোথা থেকে গুলি এলো,সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আরপিএফ ও পুলিশের টিম এর তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =