চা বাগানের নালা থেকে হস্তিশাবকের মৃত দেহ উদ্ধার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের চাম্মুর্চি গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি চা বাগান এলাকায়। জানা গিয়েছে, এদিন বাগানের শ্রমিকরা বাগানের নালার মধ্যে হস্তিশাবকটিকে পড়ে থাকতে দেখে।খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হস্তিশাবকটির দেহ উদ্ধার করে।বনদফতর সুত্রে খবর, হস্তিশাবকটির বয়স আনুমানিক ৮ মাস থেকে ৯ মাস ।সম্ভবত রেতীর জঙ্গল থেকে হাতির দলটি ঐ এলাকায় ঢুকে পড়েছিল।সেই সময় এই বিপত্তি ঘটে।হাতির শাবকটির দেহ ময়নাতদন্তের জন্যে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। চা বাগান সূত্রে খবর, হাতির দল প্রায়ই ডায়না ও পার্শ্ববর্তী জঙ্গল থেকে চা বাগানে ঢুকে পড়ে। বুধবার বাগানে কাজ হয় নি,বৃহস্পতিবার কাজ শুরুর জন্যে শ্রমিকরা চা বাগানে ঢুকতেই নালায় মৃতদেহ দেখতে পায়।