সিকিমের গাড়ি দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানের কফিনবন্দী দেহ পৌঁছাল গ্রামে। আজ বেলা এগারোটা নাগাদ সেনার গাড়িতে করে নিহত গোপীনাথ মাকুড়ের মৃতদেহ পৌঁছায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভালুকা গ্রামে। বিষ্ণুপুর লাইটহাউস মোড় থেকে ভালুকা গ্রাম পর্যন্ত কয়েক হাজার মানুষ দেশের জাতীয় পতাকা নিয়ে রেলি করে গোপীনাথ মাকুরের দেহ গ্রামে পৌঁছে দেন। সেখানেই সেনা জওয়ানের মৃতদেহ শেষ শ্রদ্ধা জানায় সেনা আধিকারিকরা, স্থানীয় মানুষ ও জেলা পুলিশের আধিকারিকরা। এরপরই সেনার তরফে গান স্যালুট দিয়ে সেনা জওয়ানের শেষ কৃত্য সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =