দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচে ময়ঙ্ক যাদব মাঠে নামতে পারবেন না, বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার।

১১ বল বাকি থাকতেই ছয় উইকেটে লখনউকে হারাল দিল্লি ক্যাপিটালস

লখনউ অবশ্য় একটি মাত্র ম্য়াচ হেরেছে এখনও পর্যন্ত। রাজস্থানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে হারের পর থেকে এখনও পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি তাদের। তবে ময়ঙ্ক যাদবের চোট পেয়ে ছিটকে যাওয়াটা কিছুটা চিন্তার হতে পারে রাহুলের দলের জন্য। তবে আগের ম্য়াচে যশ ঠাকুরের দুরন্ত বোলিং কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে টিম ম্য়ানেজমেন্ট।

এখনও পর্যন্ত মাত্র একটি জয় ছিনিয়ে নিতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস চলতি টুর্নামেন্টে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দল। এরপর থেকে আর কোনও ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পারেনি দিল্লি (Delhi Capitals)। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) ৪ ম্য়াচ খেলে তিনটি জিতে এখনও পর্যন্ত ৬ পয়েন্ট ঝুলিতে নিয়ে বসে আছে। আজ এই দুটো দলই মুখোমুখি হতে চলেছে আইপিএলের ২২ গজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 15 =