মহেন্দ্র সিংহ ধােনি চলতি মরশুম শুরুর ২ দিন আগে আচমকা নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন। তার বদলে চেন্নাই শিবির অধিনায়ক বেছে নিয়েছিল রুতুরাজ গায়কোয়াডকে। অন্য়দিকে রোহিত শর্মাকে এবার টুর্নামেন্টের আগেই নেতৃত্বের পদ থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই শিবির। তার বদলে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই দলকে চ্য়াম্পিয়ন করেছিলেন হার্দিক। দ্বিতীয় মরশুমে গুজরাত রানার্স আপ হয়েছিল। তাই সেই সাফল্যের ধারা বজায় রাখার জন্য মুম্বই ইন্ডিয়ান্স চেয়েছিল হার্দিকের কাঁধে দায়িত্ব সপে দিতে। কিন্তু বঢোদরার অলরাউন্ডার অধিনায়ক হিসেবে প্রথম তিন ম্য়াচেই ব্যর্থ হয়েছিলেন।

ওয়াংখেড়েতে ঘরের মাঠেও চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে মুম্বই শিবির। কিন্তু গত বছর হোম ও অ্যাওয়ে দুটো ম্য়াচেই মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে মাঠ ছোট। এখানে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনাই প্রবল। শিশির একটা ফ্যাক্টর ম্য়াচে। তাই রান তাড়া করতে চাইবে যে কোনও দলই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two − 2 =