জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানোর সাতদিন পরেই বন্দি হল লেপার্ড। স্থানীয় বাসিন্দারা এদিন খাঁচা থেকে লেপার্ডটির গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচায় বন্দি হয়ে ছোটাছুটি করছে। এরপ বনদপ্তরে খবর দিলে ঘটনাস্থলে বনদপ্তরের আধিকারিকেরা পৌঁছে খাঁচা সমেত লেপার্ডটিকে নিয়ে যায়। অবশেষে আতঙ্ক মুক্ত হল চা বাগানের শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =