মঙ্গলবার বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে ঘটনাটি ঘটে । এই ঘটনায় ৩ জন আহত হন। ৩-৪টি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ। বোমাবাজি তে ঘরের শাটারে এখনও তাজা বোমার দাগ। ভেঙে বেরিয়ে গিয়েছে জানালার ফ্রেম। ছড়িয়ে ছিটিয়ে ভাঙা জানালার কাচ। সামান্য জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলার জেরে ধুন্ধুমার বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে।
স্থানীয়দের দাবি, ইব্রাহিম শেখের কলের পাইপ মিরাজ শেখের বাড়ির পাশে পোঁতা হচ্ছিল। অভিযোগ, এর প্রতিবাদ করেন মিরাজ। এই নিয়ে গতকাল দুই প্রতিবেশীর ঝামেলা হয়। আজ সকালে মিরাজ শেখ দলবল নিয়ে ইব্রাহিম শেখের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ব্যাপক বোমাবাজি শুরু হয়। সংঘর্ষে ২ জনের মাথা ফাটে। একজন বোমায় আহত হন। ৩ জনকেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যান অ্যাডিশনাল পুলিশ সুপার ও রামপুরহাটের এসডিপিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four − 2 =