দূর্ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার কেষ্টপুরের ঘটনা। এই দুর্ঘটনায় জখম সাত জন যাত্রী, তাঁদের মধ্যে ২ শিশুর অবস্থা আশঙ্কজনক। তড়িঘড়ি অবস্থায় স্থানীয় গ্ৰামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের স্থানান্তরিত করেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে। যাত্রীদের বাড়ি সংশ্লিষ্ট থানার সাহাবাজ গ্রামে।
পাশাপাশি, এদিন তাঁরা একটি টোটোতে করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। জখম যাত্রীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জাহানারা খাতুন(১১) ও ফাইমা খাতুনকে(৬) স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।