ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের যাত্রীবোঝাই বাসের চাকা ফেটে বিপত্তি। আহত কমপক্ষে ১২ জন।জাতীয় সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে পালটি খেলো যাত্রীবোঝাই বাস। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার ১১৭ নং জাতীয় সড়কের রত্নেশ্বরপুর মোড় এলাকায়। ঘটনায় আহত বেশকয়েকজন যাত্রী তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে ডায়মন্ড হারবার টু রায়দিঘী রুটের একটি বাস রায়দিঘি থেকে যাত্রী বোঝাই করে ডায়মন্ড হারবারের দিকে আসছিল। সেই সময় রত্নেশ্বরপুর মোড় এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিদ্যুতের খূটিতে ধাক্কা মেরে পালটি খায়। ঘটনায় আহত হন ১২ জন যাত্রী। পরে তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে দুর্ঘটনার জেরে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুটি ভেঙে পড়ে বাসে উপর যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা স্থানীয়দের। তবে বরাতজোরে এযাত্রায় রক্ষা পেলো বাসের যাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ বাস যাত্রার নিরাপত্তা নিয়ে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।