কাল ছিল দীপাবলী আর সেই দীপাবলীর রাতে ঘটলো ভয়াবহ এক কান্ড। সমুদ্রগড় ডাঙ্গাপাড়ার বাসিন্দা চারজন ছাত্র জানা যায় বাইকে করে নবদ্বীপ থেকে ফেরার সময় এক মহিলাকে বাঁচাতে গিয়ে তাকে ধাক্কা মারার পরই, বোলেরো পিকআপ ভ্যানের জানা যায় ঘটনার স্টলে মৃত চার।
মহিলা গুরুতর জখম। জানা গিয়েছে মৃতরা হলেন সমুদ্রগড় ডাঙ্গাপাড়ার বাসিন্দা ,নামাজ আলী মন্ডল, আবু বাক্কার সিদ্দিকী ও আব্দুল সেলিম মোল্লা, অপরজন পারুল ডাঙ্গার বাসিন্দা আরিফ শেখ। নামাজ ও আবু বাক্কার পারুল ডাঙ্গা নফরতপুর উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন তারা। অন্যদিকে আব্দুল সেলিম মোল্লা কলেজ শেষ করে পুলিশের ট্রেনিংয়ের জন্য কোচিং নিচ্ছিলেন। তাকে কালনা থেকে স্থানান্তর করা হয়েছে কৃষ্ণনগরে। এদিন শুক্রবার মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে কালনা হসপিটালে হাজির এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ শুক্রবার কালনা হসপিটালে হবে মৃতদেহের ময়নাতদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − four =