বহুদিন পর ফের প্রকাশ্যে দেখা গেলো মুকুল রায়কে।তাকে দেখা গেলো তৃনমূক ভবনে।আর এরপরেই প্রশ্ন উঠছে ফের কি রাজনীতিতে সক্রিয় মুকুল রায়?মুকুল রায় এদিন দীর্ঘদিন পর তৃণমূল কংগ্রেস ভবনে পা দিয়ে তিনি বলেন, ‘আমি এখনও মরে যাইনি। বেঁচে আছি। ‘কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিতে রাজনৈতিক ফায়দা অন্য কেউ তুলতে পারবে না।দল বললেই প্রচারে নেমে পড়ব।’ এককথায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে এদিন নাম না করে এককথায় বিজেপিকে নিশানা করলেন মুকুল রায়।
প্রসঙ্গত, বিধানসভার স্পিকার মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলে ঘোষণা করলেও তিনি নিজেকে তৃণমূল কর্মী বলেই দাবি করেছেন।তৃণমূল ভবনে সুব্রত বক্সীর সাথে সাক্ষাৎ করতে আসেন মুকুল রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 8 =