জামুরিয়া রবিন কাজি হত্যা মামলায় অভিযুক্ত অরবিন্দ বাউরি ওরফে দীনা বাউরিকে যাব্বৎজীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আসানসোল দিত্বীয় অতিরিক্ত দায়রা আদালত।জানা গিয়েছে ২০১১ সালে ৪ এপ্রিল জামুরিয়ার বাড়ুল গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে খুন হয়েছিলেন তৃণমূলের সংখ্যা লঘু নেতা রবিন কাজি।এই ঘটনার পর পরিবারের তরফে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।তদন্তে নেমে পুলিশ অরবিন্দ বাউরি ওরফে দীনা বাউরিকে গ্রেপ্তার করেছিল।সেই থেকে মামলা চলছিল।দীর্ঘ ১১ বছর পর বুধবার এই মামলায় অভিযুক্ত অরবিন্দ বাউরি ওরফে দীনা বাউরিকে যাব্বৎজীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক।এই রায়ে খুশি নিহত রবিন কাজির পরিবারের সদস্যরা।