আজ ফের বঙ্গসফরে এসেছেন মোদি। আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে পর পর সভা রয়েছে তাঁর। কিন্তু এর আগে বঙ্গসফরে এসে কলকাতার রাজভবনে রাত কাটালেও, এবার আর রাজভবনে উঠছেন না মোদি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, সেই সময় মোদির এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে রাজভবনের পরিবর্তে আজ রাতে তিনি থাকবেন কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে। শ্লীলতাহানিতে অভিযুক্ত রাজ্যপালের বাসভবনেই ওঠার জন্য তৃণমূল তীব্র আক্রমণ শানায়। তাই এবার মোদির রাজভবনে না ওঠার সিদ্ধান্ত নিয়েও নান জল্পনা শুরু হয়েছে।এমনিতে রাজভবনে মোদির জন্য নির্দিষ্ট একটি ঘর রয়েছে। এবারও সেই ব্যবস্থা করে রাখা ছিল বলে জানা গিয়েছে। তবে অন্য বার মোদি আসার আগে রাজভবনে যে তৎপরতা চোখে পড়ে, এবার তা নেই। আর তার পরই মোদি রাজভবনে থাকছেন না বলে জানা যায়। আজ সভা সেরে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে রাত কাটাবেন। কাল সকালে সেখান থেকে বেরিয়ে বাকি সভাগুলি সারবেন, তার পর আবার উড়ে যাবেন। তবে কেন রাজভবনে থাকছেন না মোদি, তা নিয়ে কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 4 =