মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত নবম শ্রেণীর ২ নাবালিকা গত ৭ই এপ্রিল বাবা মা কাওকে কিছু না জানিয়ে রওনা দিয়েছিলো হায়দ্রাবাদের উদ্দেশে। জানা যায় ,হরিশ্চন্দ্রপুর থেকে তারা ট্রেনে করে মালদা স্টেশন পর্যন্ত পৌঁছায়। তারপর তারা জেনারেল টিকিট করে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরে তারা পৌঁছায় শিয়ালদা স্টেশনে পরবর্তীতে তারা বসে করে সাঁতরাগাছি স্টেশন পৌঁছায়। এবং সাঁতরাগাছি স্টেশনে বহুক্ষণ বসে কথোপকথন করছিলো তারা। তাদের কথোপকথনে শুনে সন্দেহ হয় এক যাত্রীর ,সঙ্গে সঙ্গে তিনি স্টেশনে থাকা কর্তব্যরত জি আর পি এফ’দেড় জানান এবং জি আর পি এফ’রা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ করাতে তারা শিকার করে বাড়ি থেকে পালানোর কথা এবং এটাও বলে হায়দ্রাবাদে কেউ বা কারা তাদের কাজ দেবে এমন টাই কথা দিয়েছিলো। রেল পুলিশের তরফে যোগাযোগ করা হয় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায়, দুই নাবালিকার নামে ইতিমধ্যেই সেখানে মিসিং ডায়েরি হয়েছে। অবশেষে বুধবার সকালে নাবালিকাদের পরিবারের সদস্যদের নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শালিমার জিআরপি থানায় এসে পৌঁছায়। দুই নাবালিকাকে সুস্থ অবস্থায় তুলে দেওয়া হয় পরিবারের হাতে।পুলিশের অনুমান ভিনরাজ্যে পাচারের চেষ্টা করা হয়েছিল দুই নাবালিককে। ঘটনার সাথে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি তদন্ত করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 3 =