দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরির ভাই মিজান রেজা চৌধুরীর উপর দুষ্কৃতী হামলা,চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর বাজারে এলাকায় বাইক নিয়ে ফেরার সময় দুষ্কিতীরা প্রধানের ভাইয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ, উত্তজিত জনতা দুষ্কৃতীকে ধরে গনধোলাই দেন।এরপরই প্রধানের ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাড়োয়া হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে রেফার করা হয়। ছুরি নিয়ে হামলার ঘটনায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। হামলার পিছনে পুরানো শত্রুতা না রাজনৈতিক কারণ, তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।