মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে পালিয়ে আসছে হিন্দুরা, ধুলিয়ান ফেরিঘাট থেকে নৌকা করে কালিয়াচক তিন নম্বর ব্লক তথা বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিচ্ছে প্রায় পাঁচ শতাধিক হিন্দু, তাদের মধ্যে রয়েছে বৃদ্ধ, মহিলা ও শিশু। তথ্য সূত্রে জানা যায় ধুলিয়ানের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, মন্দির ,দোকান,গাড়ি বাড়ি সব কিছুতে ভাংচুর করে অত্যাচার চলছে ।প্রাণ বাঁচানোর জন্য নিজ বাসস্থান ছেড়ে পারলালপুর, কালিয়াচক ৩নং ব্লক, বৈষ্ণবনগর, মালদা তে এসে ঠায় নিচ্ছে মানুষ। পারলালপুরের বাসিন্দারা জল ও শুকনো খাবার বিতরন করছে ধুলিয়ান থেকে পালিয়ে আসা হিন্দুদের। হিন্দুদের এই চরম বিপদের দিনে তৃণমূলের জনপ্রতিনিধিরা স্থানীয়দের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলে বলে জানা যায়।