দক্ষিণবঙ্গের সব জেলায় বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে এবং সঙ্গে ঘন ঘন বাজ পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আকাশজুড়ে কালো মেঘ, এখনই নামবে প্রবল ঝড় বৃষ্টি।

আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই ছয় জেলাতে। আপাতত এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত। এখনই মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কবার্তা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ ফের কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গে। ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য জারি হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যদিও দক্ষিণবঙ্গের তুলনায় তীব্রতা কম থাকবে। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে দোসর হতে পারে দমকা হাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + ten =