শনিবার বিকেল থেকে রাজপুর বাদশানগরের সুতি নদীতে আগ্নেয়াস্ত্রর খোঁজে তল্লাশি শুরু করে নওদা থানার পুলিশ।গোপন সূত্রে পুলিশ জানতে পারে নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সুতি নদীতে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খুনের ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে রাজপুর বাদশানগরের ওই নদীতে পুলিশের তল্লাশি জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । নওদা থানার পুলিশ ওই খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করার পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রর খোঁজ শুরু করেছে। যদিও কয়েকদিন আগে ওই খুনের ঘটনায় মোট দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। তবে তৃণমূল নেতা খুনের ঘটনায় আরো আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশ জানতে পেরেছে।