আজ সকাল থেকে নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।সেখানে মোট ১২টি আসনের মধ্যে ১১টি দখল করলো বিজেপি।১টি দখল করেছে তৃণমূল।১২ টা আসনের মধ্যে ১১টি বিজেপি, ১টা আসন তৃনমূল কংগ্রেস পেয়েছে।প্রসঙ্গত,নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ।নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। ১২ টি আসনের জন্য নির্বাচন হয়।সকাল ১০ টা থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।তবে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।তৃণমূলের অভিযোগ, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট করাচ্ছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।পাল্টা বিজেপির অভিযোগ,তৃণমূল বহিরাগতদের এনেছে।অভিযোগ পাল্টা অভিযোগে ধন্ধুমার নন্দীগ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে।সমবায়ের এই নির্বাচন ঘিরে নন্দীগ্রামের টানটান উত্তেজনার সৃষ্টি হয়।তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বিজেপির দখলে নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + one =