বীরভূমের যুবক বিয়ে করলেন হাওড়ার আর এক যুবককে। নববিবাহিত দুই যুবককে বরণ করার জন্য অপেক্ষায় করিধ্যার সেনপাড়ার বাসিন্দারা। পাশাপাশি চাঁদা তুলে তাঁরা প্রীতিভোজেরও আয়োজন করছেন স্থানীয়রা। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে অনেক দিন আগে। তার পর জীবনসঙ্গী হিসাবে এক যুবককেই বেছে নিলেন বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু।

শার্ট-প্যান্ট নয়, ছোট থেকে শাড়ি এবং চুড়িদারেই বেশি স্বচ্ছন্দ ছিলেন বাসু। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে খানিক ইচ্ছার বিরুদ্ধেই ছেলে সেজে থাকতে হত বাসুদেবকে। পরিবারের তরফে বিয়েও দেওয়া হয় বাসুর। কিন্তু স্ত্রীর সঙ্গে এক বছর ঘর করতে না করতেই অশান্তি শুরু হয়। এক বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেই বাসু এ বার তাঁর জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন হাওড়ার বাসিন্দা অমিত মালিককে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে আত্মীয় এবং প্রতিবেশীদের ভিডিয়ো কল করে নিজের বিয়ের কথা জানান বাসু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =