ইতিমধ্যেই SSC দুর্নীতি মামলায় ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।চার্জশিট পেশের আগে ইডি জানায় এই সম্পত্তি পার্থ ও অর্পিতার।এদিন শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট।২টি ট্রাঙ্ক ভর্তি করে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট নিয়ে এল ইডি। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে ইডি।ইডির চার্জশিটে থাকছে পার্থ,অর্পিতা-সহ কয়েকজনের নাম। অর্পিতার ২টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ, ৫ কোটির সোনার হদিশ মিলেছে। বেনামে পার্থ-অর্পিতার ৪৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত,দাবি ইডির। ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৮ কোটির হদিশ পাওয়ার দাবি ইডির। নামে-বেনামে পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি পাওয়ার দাবি ইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের।নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতার সরাসরি যোগ, আর্থিক লেনদেন, টাকা কোথা থেকে এসেছে, তার উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 6 =