নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি।অশ্বিন শেনভির নাম চূড়ান্ত করে আদালত।৭ দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ।আদালতে ডিআইজি পদমর্যাদার ৩ আধিকারিকের নাম দেয় সিবিআই।৩ জনই দুর্নীতি মামলায় পারদর্শী।সুধাংশু খারে কর্মরত কলকাতায়, মাইকেল রাজ কর্মরত রাঁচিতে,অশ্বিন শেনভি বর্তমানে কর্মরত চণ্ডীগড়ে।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি এমন একজনকে চাই, যিনি রাজ্যের অবস্থান জানেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 19 =