নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি।অশ্বিন শেনভির নাম চূড়ান্ত করে আদালত।৭ দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ।আদালতে ডিআইজি পদমর্যাদার ৩ আধিকারিকের নাম দেয় সিবিআই।৩ জনই দুর্নীতি মামলায় পারদর্শী।সুধাংশু খারে কর্মরত কলকাতায়, মাইকেল রাজ কর্মরত রাঁচিতে,অশ্বিন শেনভি বর্তমানে কর্মরত চণ্ডীগড়ে।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি এমন একজনকে চাই, যিনি রাজ্যের অবস্থান জানেন।