শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্ত্তি তে মাল্য দান করেন রাজ্যপাল সি ভি আনন্দ । নেতাজির ১২৬ তম জন্মদিনে শ্রদ্ধঞ্জলি দিলেন তিনি। তিনি বলেন – ”নেতাজি আমাদের দেশনায়ক। নেতাজির আদর্শ আমরা প্রত্যেকে অনুপ্রাণিত এবং আমি মনে করি প্রত্যেকে যাতে নেতাসির নেতাজির আদর্শ মত চলতে পারে। আগামী প্রজন্মের যারা ছেলেমেয়েরা রয়েছে তারাও যেন নেতাজির আদর্শে নিজেদেরকে আদর্শিত করতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে নেতাজি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । দেশকে স্বাধীন করবার জন্য নেতাজি যা যা করেছেন তা সত্যি ভোলার নয়। তিনি সবার মধ্যে এখনও জীবিত আছেন ”।