মালদা জেলার ইংরেজ বাজার থানা যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঠান টুলি এলাকার ঘটনা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুরের সোনাতলা এলাকার বাসিন্দা আলমগীর শেখের মেয়ে ফাতেমা বিবির সাথে সামাজিক মতে বিবাহ হয় পাঠানটুলি বাসিন্দা ওমর শেখের। বিয়েতে যৌতুক হিসেবে ৬০ হাজার টাকা ও একটি মোটর বাইক দেওয়া হয়েছিল। তারপর পনের দাবিতে গৃহবধূকে শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ। পন হিসেবে আবার ২ লক্ষ টাকা দাবি করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা ফাতেমা বিবির পরিবারের কাছে। না দিতে পারায় গতকাল রাতে ওই গৃহবধূকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা বেধরক মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। গৃহবধূ চিৎকারে পাড়ার লোকেরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর আক্রান্ত গৃহবধূকে চিকিৎসার জন্য রাতে মামলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ।আক্রান্ত গৃহবধূ পরিবারের সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।