জাতীয় স্তরে নার্স ও স্বাস্থ্য সহায়িকাদের সর্বোচ্চ সম্মান হল ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার।মঙ্গলবার ভারতীয় নার্সিং ফেডারেশনের তরফে ২০২২ সালের ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার প্রাপকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির অবিস্মিতা ঘোষ ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার পাচ্ছেন।অবিস্মিতা ঘোষ ২০০৯ সালে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ধূপগুড়ি ব্লকের মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম পূর্ব আলতা গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মরত।২০২০ সালে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কারে ভূষিত হওয়া ধূপগুড়ির কন্যা সুনিতা দত্ত, ২০২১ সালে ধূপগুড়ির স্মিতা করের পর ফের ২০২২ সালে নাইটেঙ্গেল সম্মানে ভূষিত হচ্ছেন ধূপগুড়ির আরেক কন্যা অবিস্মিতা ঘোষ। ধূপগুড়ি পৌরসভার ১২ নং ওয়ার্ডের লিচু তলার বাসিন্দা তিনি। এই নিয়ে পরপর তিনবার নাইটেঙ্গেল পুরস্কার ধূপগুড়িতে তাই আনন্দিত ধূপগুড়িবাসী। প্রায় তিন বছর থেকে পূর্ব আলতা গ্রামের গর্ভবতী মহিলা ও সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন তিনি। তার সাফল্যে খুশির হওয়া জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে।তার হাতে ফ্লোরেন্স নাইটেঙ্গল পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রপতি মুর্মু।যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এই প্রসঙ্গে অবিস্মিতা ঘোষ জানিয়েছেন, ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার প্রাপক হিসেবে মনোনীত হতে পেরে খুবই ভালো লাগছে। নিজের কাজের জন্য যদি পুরস্কৃত হই তাহলে অবশ্যই ভালো লাগে। ভবিষ্যতে কাজের দায়িত্ব বেড়ে গেল।