স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্যে এই আবহে রাজ্য জুড়ে শুরু হয়েছে টেট পরীক্ষা। রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও শুরু হয়েছে টেট পরীক্ষা। পাশাপাশি সকাল থেকেই টেট পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে আসার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী বিশেষভাবে একাধিক নিয়মাবলী অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় মোট 14 টি কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী 13 হাজার 188 জন। দীর্ঘ পাঁচ বছর পর নির্বিঘ্নে টেট পরীক্ষা সম্পূর্ণ করার জন্য পুলিশ ও প্রশাসনের তরফে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =