পাখি শিকারে এসে বিপাকে পড়ল বিশালাকার পাইথন। গ্রামবাসীদের তাড়া খেয়ে উঠে গেলো বাঁশ ঝাড়ের মগডালে। নিচে নামাতে হিমসিম খেলো বনকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে হুলুস্থুল কান্ড বেঁধে গেল বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে । এদিন দুপুরে একটি বাঁশ ঝাড় থেকে খুব জোড়ে পাখির ডাক শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর বাঁশ ঝাড়ের কাছে যেতেই চক্ষু চড়কগাছ! বড়সড় আকারের পাইথন একটি পাখি শিকার করেছে। তাই প্রাণ বাঁচাতে পাখিটিও চিতকার শুরু করছে।
এরপর পাইথনটিকে ধাওয়া করতেই গ্রামবাসীদের তারা খেয়ে পাখিটিকে ফেলে বাঁশ ঝাড়ের উপরে উঠে যায় পাইথনটি। খবর চাউর হতেই পাইথন দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। ঘটনাস্থলে আসেন অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীও।
এরপর প্রায় বন কর্মীদের আড়াই ঘন্টার চেষ্টায় পাইথনকে নিচে নামিয়ে এনে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।বন দপ্তর সুত্রে খবর, পাইথনটির শারিরীক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 3 =