পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার বার্তা দিলেন শুক্রবার বিকেলে মোটর সাইকেলে চেপে ৬০ জন রাইডার্স রওনা দিলেন উত্তর সিকিমের উদ্দেশ্যে। লক্ষ্য, পাহাড়ের প্রকৃতি যাতে নষ্ট না হয়, সেই বার্তা দেওয়া। এদিন বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে ফ্ল্যাগ অফ করে যাত্রার শুভ সূচনা করলেন নগরপাল অলোক রাজোরিয়া। ভ্যাগাবন্ড রাইডার্স নামক সংগঠনের কর্তা সুদীপ সরকার জানালেন, শনিবার ভোরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েই তারা উত্তর সিকিমের উদ্দেশ্যে রওনা দেবেন। ফিরবেন আগামী ১২ নভেম্বর।