মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য সরকার।তবে ৬ টি শর্তে রাজ্য সরকারের পুজো অনুদানে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।পুজো অনুদান নিয়ে আদালতে পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।মঙ্গলবার সেই মামলার রায় দিতে গিয়ে রাজ্যকে অনুদান দেওয়ায় অনুমোদন দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তবে ৬টি শর্ত ধরানো হয়েছে রাজ্যকে-

  • অনুদান দেওয়ার ক্ষেত্রে আদালতের আগের সমস্ত নির্দেশ এবং গাইডলাইন মেনে চলতে হবে রাজ্য সরকারকে।
  • অনুদান শুধুমাত্র সেই ক্লাব অথবা পুজো কমিটিকে দেওয়া হবে, যারা গত বছর সরকারের বেঁধে দেওয়া খাতে অনুদান খরচ করেছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের শংসাপত্র জমা দিয়েছিল।
  • তৃতীয়ত, অনুদানের টাকা যাতে সাধারণ মানুষের স্বার্থে খরচ হয়, তা দেখার দায়িত্ব পুলিশের।রাজ্য পুলিশের DG এটা নিশ্চিত করবেন,যাতে এই টাকা নির্ধারিত খাতেই খরচ হয়।
  • ১৫ই নভেম্বরের মধ্যে পুজো কমিটিগুলি তাদের ব্যয়ের শংসাপত্র, বিল নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা করবেন।
  • রাজ্য সরকার সেই সমস্ত ব্যয়ের শংসাপত্র পরীক্ষা করে যথাযথভাবে এবং নির্ধারিত খাতে খরচ হয়েছে কিনা।
  • সেটা দেখে কলকাতা হাইকোর্টের কাছে ১৫ই ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − nine =