সোমবার ভোর ৫ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত সিদ্ধা গ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। জানা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক একটি ডাম্পার কে কলকাতাকেগামী একটি স্টোনচিপস বোঝাই ট্রাক স্বজরে ধাক্কা মারে। আর এই ঘটনায় রাস্তার পাশে নয়নজলিতে উল্টে যায় ৩ টি গাড়ি এবং এই ঘটনায় চিপস বোঝাই ট্রাকের খালাসির মৃত্যু হয় বলে জানাযায়।তবে তার পরিচায় এখনো পাওয়া যায়নি।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছাড়ায় এবং ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। এই দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় ভোর থেকেই সিদ্ধা এলাকায়।