পূর্ব মেদিনীপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে না কেন, অধ্যক্ষ্যের অফিসের মধ্যে বিক্ষোভ তৃনমূল ছাত্র পরিষদের। মঙ্গলবার কাঁথি প্রভাতকুমার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রায় এক হাজার সদস্য কলেজ ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ দেখায়। শুধু কলেজ ক্যাম্পাস নয় তারা অধ্যেক্ষের অফিসের মধ্যে গিয়েও বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, করোনা পরিস্থিতির কারনে গত দু’বছর কলেজে নবীন বরণ অনুষ্ঠান হয়নি। কিন্তু ছাত্র-ছাত্রীদের কাজ থেকে নবীন বরন বাবদ টাকা নেওয়া হয়েছে। ২০২২ সালে করোনা পরিস্থিতির স্থিতিশীল হয়েছে। এবছর তারা কলেজে নবীন বরণ অনুষ্ঠান করতে চায়। অনুষ্ঠানের অনুমতির জন্য ছাত্র পরিষদ একাধিক বার কলেজের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করে। কিন্ত অধ্যেক্ষ এ বিষয়ে কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে আজ কলেজে ছাত্র পরিষদের প্রায় এক হাজার সদস্য কলেজ ক্যাম্পাস এবং অধ্যেক্ষের অফিসে বিক্ষোভ দেখায়। অবশেষে অধ্যক্ষ আগামীকাল দুপুরের মধ্যে নবীন বরণ অনুষ্ঠানের দিন ঠিক করে অনুমতি দেওয়ায আশ্বাস দিলে ছাত্র পরিষদ বিক্ষোভ তুলে নেয়। এখন দেখার কাঁথি প্রভাত কুমার কলেজে নবীন বরণ অনুষ্ঠান কবে হয় বা আদৌ হয় কিনা।