পাচারকারীর পেট থেকে বেরোলো ৪৪ টি হলুদ রঙের ক্যাপসুল।NCB এর রিপোর্ট অনুযায়ী,কোকেন ক্যাপসুল পাচারকারী সন্দেহে গত ১২ ই আগস্ট কলকাতা বিমানবন্দর থেকে NCB-র আধিকারিকরা এক ব‍্যক্তিকে গ্রেপ্তার করে।সূত্রে খবর,ঐ ব্যক্তি একজন ব্রাজিলিয়ান।ব্রাজিল থেকে কলকাতা এসেছিলো।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোনরকম মাদক উদ্ধার না হলেও NCB আধিকারিকদের সন্দেহ হয় যে তিনি কোনভাবে কোকেন পাচারের সাথে যুক্ত এবং কোকেনগুলোকে গিলে ফেলেছেন।অপরদিকে ওই ব্যক্তির অসম্ভব পেটে যন্ত্রণা করতে থাকায় তাকে তড়িঘড়ি বিমানবন্দর সংলগ্ন চার্নক হসপিটালে ভর্তি করা হয়।এরপরে ওই সন্দেহভাজন ব্যক্তির পেটের এক্স-রে করা হয়।এক্সরে করতেই রিপোর্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।রিপোর্টে তার শরীরে কিছু অস্বাভাবিক জিনিস ধরা পড়ে।হসপিটালে থাকাকালীন তার অবস্থার অবনতি হতেই তাকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় এসএসকেএম হসপিটালে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ওই সন্দেহভাজন ব্যক্তির পেট থেকে উদ্ধার হয় ৪৪ টি হলুদ রঙের ক্যাপসুল।সেই ক্যাপসুল কেটে ৪৯৭ গ্রাম কোকেন উদ্ধার হয়।অভিযুক্তকে এদিন বারাসতের এলডি সিজেএম আদালতে পেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =