এয়ারপোর্ট দু নম্বর গেটের সামনে বারাসাত গামি বারাসাত বি গার্ডেন রুটের বাস থেকে যখন প্যাসেঞ্জার নাম ছিল হঠাৎই পিছন থেকে আসা একটি তেলের ট্যাংকার ধাক্কা বাসটিকে ধাক্কা মারে এর ফলে অল্প বিস্তার কয়েকজন বাসের যাত্রী আহত হয় ।আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ,প্রাথমিক চিকিৎসা করার জন্য ।সকালবেলা আচমকা এই ঘটনায় কিছুক্ষণের জন্য যশোর রোড যানজটের সৃষ্টি হয়, পরবর্তীকালে পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে আনে এখন যান চলাচল স্বাভাবিক।