প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে কাজে নিযুক্ত আশা ও আইসিডিএসের কর্মীরা কাজে অব্যাহতি চেয়ে দারস্থ ধনিয়াখালী ব্লক অফিসে।
ইতিমধ্যেই কাজ না করার জন্য ধনিয়াখালী ব্লক অফিস থেকে কারন দর্শানোর চিঠি ধারনো হয়েছে প্রায় ১০০ জন আশা ও আই সি ডি এস কর্মীদের।আশা ও আইসিডিএস কর্মীদের অভিযোগ, সার্ভে করতে গিয়ে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে ,কারা হুমকি দিচ্ছে সেটা স্পষ্ট নয়, পাশপাশি সার্ভেতে যে নিয়মের উল্লেখ আছে সেই নিয়মের বাইরে গিয়ে তাদের নথিভুক্ত করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ কর্মীদের।এমত অবস্থায় তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন।সে কারণেই এই সার্ভের কাজে অব্যাহতি চেয়ে ব্লক অফিসে দ্বারস্থ হয়েছেন কয়েকশো আশা ও আই সি ডি এস কর্মী।এদিন ধনিয়াখালী খালি ব্লক অফিসে সার্ভের কাজে অব্যাহতির দাবিতে বিক্ষোভও দেখান।