পুলিশ ও প্রশাসন গোপন সূত্রে বালি চুরির খবর পাওয়ার পরেই বালি খাদানে হানা দিয়ে দুই দপ্তরের যৌথ উদ্যোগে আরামবাগের নৈশরাই এলাকায় তিনটি ডাম্পার আটক করল প্রশাসন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, আরামবাগের নৈসরাই এলাকায় মহাপ্রভু বালি খাদানে মেয়াদ শেষ হয়ে গেছে। অভিযোগ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও বালি খাদান থেকে বেআইনিভাবে বালি তুলে পাচার হচ্ছে। এদিন হঠাৎই আরামবাগের এস ডি এল এল আর ও এবং আরামবাগ থানার পুলিশের যৌথ উদ্যোগে তিনটি বালি বোঝায় ডাম্পার আটক করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করে দেখছে আরামবাগ থানার পুলিশ।