এই ঘটনায় শোকস্তব্ধ সকলে। রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। জানা গেছে, তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসা চলার মধ্যেই আজ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৎস্য কর্মাধ‍্যক্ষ ছাড়াও তিনি ছিলেন ডোমজুড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা। গত বিধানসভা ভোটে বিধায়ক কল্যাণ ঘোষের প্রচারে তিনি ছিলেন অন্যতম কান্ডারী। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ। কল্যাণ ঘোষ জানিয়েছেন, বিকাশবাবুর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। দলের প্রতি তাঁর স্বার্থহীন কাজের জন্য তিনি চিরদিন অমর হয়ে থাকবেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বিকাশ দে’র মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিরোধী দলের নেতারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − seven =