শেষ রক্ষা হলো না।সকলের মুখের হাসি কেড়ে নিয়েনা ফেরার দেশে চলে গেলেন হাসির জাদুকর রাজু শ্রীবাস্তব।মায়ানগরী সহ গোটা দেশ হারালো এক অন্যন্য প্রতিভাকে।যিনি স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত।কিন্তু আজ অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন রাজু শ্রীবাস্তব। ৫৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় কৌতুকশিল্পী।গত আগস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন রাজু। দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি।ছোট থেকেই কমেডিয়ান হওয়ার স্বপ্ন দেখতেন রাজু। কানপুুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজু। কিন্তু তাঁর লক্ষ্য ছিল বলিউড।আর সেই বলিউডের টানেই মুম্বইয়ে পাড়ি রাজুর।
সক্রিয় ছিলেন রাজনীতিতেও।পরবর্তীকালে বিজেপিতে যোগ দেন।তবে মাত্র ১মাস ১০ দিনেই সব শেষ।

গত ১০ অগাস্ট, বুধবার জিম করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ, সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা।সমস্ত লড়াই শেষ হল দিল্লির এইমসে।শুধু কমেডি নয় ,বেশ কিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিলো তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 11 =