ভাটাপাড়া রিলায়েন্স জুটমিল শ্রমিক লাইন থেকে বোমা উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। কারা কিজন্য এই বোমা রেখেছিলো তার তদন্তে পুলিশ। তবে ওই এলাকায় আর কোন জায়গায় বোম মজুত আছে কিনা তার তদন্ত এবং তল্লাশি করে দেখছে পুলিশ। তবে গতকালের বোম ফেটে শিশু মৃত্যুর ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।এদের কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।