বগটুই গ্রামে মৃত লালন সেখের বাড়ির বাগান থেকে উদ্ধার হাওয়া বোমা গুলিকে ।রামপুরহাট থানার পুলিশ উদ্ধার করে ঘিরে রেখেছে
বোম স্কোয়াড খবর দেওয়া হয়েছে। কত গুলো বোম রয়েছে সেটি এখনো জানা যায় নি।এদিন সকালে লালন সেখে বাড়ির বাগানের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে বোম থাকতে দেখতে পায় এলাকা বাসী এরপর রামপুরহাট থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ বোম গুলি উদ্ধার করে ঘিরে রাখে।পুলিশের করা নজরদারি থাকা সত্তেও কিভাবে এল বোম তদন্তে রামপুরহাট থানার পুলিশ।
কে বা কারা রেখেছে বোমা গুলি কোন উদ্দ্যশে, তা নিয়ে তদন্ত চলাছে পুলিশ।