দক্ষিণ ২৪ পরগনা জেলার বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে চড়ে ধাক্কা লেগে ট্রলারের পাটাটন ফুটো হয়ে হু হু করে জল ঢুকছিল ট্রলারে। তখনি আতঙ্কে জলে ঝাঁপ দেয় মৎস্যজীবীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ জানুয়ারি কাকদ্বীপের কেশব নারায়ন বলে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে পাড়ি দেয়। ট্রলারটিতে মোট ১৬ জন মৎস্যজীবী ছিল সকল মৎস্যজীবীর বাড়ি কাকদ্বীপ থানা এলাকায়। মৎস্যজীবীদের চিৎকার শুনে আশেপাশে থাকা অন্যান্য মৎস্যজীবীরা ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসে। প্রাণহানি না হলেও ট্রলারে থাকা বিপুল পরিমানে মাছ নষ্ট হয়ে গিয়েছে।