পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর হইপথ এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।জানা গিয়েছে, হলদিয়া থেকে খড়গপুর অভিমুখী একটি চারচাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায় জাতীয় সড়কের ওপর। এরপর একের পর এক পথচারীকে ধাক্কা মেরে সজোরে একটি দোকানে ধাক্কা মারে গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পথচারীর।গুরুতর আহত হয় আরো পাঁচ স্থানীয়।আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে দু জনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সাতসকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘাতক গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। কি কারনেই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। অল্পবিস্তর আহত হয়েছে গাড়ির চালকও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =