বৃহস্পতিবার সন্ধ্যে পুবের আকাশে দেখা গেল একটি বিরল আলোর দৃশ্য।হতবাক মানুষজন।বাংলার আকাশে রহস্যময় আলো।তা দেখে ক্যামেরা বন্দী করে সাধারণ মানুষজন।সন্ধ্যা ৫ টা ৪৯ মিনিটে আকাশে দেখা গেলো।প্রায় ৩ মিনিটের মতো আকাশে দেখা যায় এই আলো, দাবি প্রত্যক্ষদর্শীদের। কলকাতা, বাঁকুড়া, বীরভূম-রাজ্যের বিভিন্ন জায়গায় রহস্যময় আলো। বাঁকুড়ার বিষ্ণুপুর, বীরভূমের কীর্ণাহার,পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রহস্যময় আলো। মুর্শিদাবাদেও দেখা মিলল রহস্যময় আলো আকাশের এক কোণে যেন সার্চলাইটের মতো আলো এটি। কীভাবে এই আলো এল? সেই প্রশ্নই এখন রাজ্য জুড়ে।

বিশেষজ্ঞদের মতে ,অগ্নি ৫-এর সফল উৎক্ষেপণ ভারতের।চীনকে হুঁশিয়ারি দিতেই অগ্নি ৫-এর উৎক্ষেপণ।মুহূর্তে ধ্বংস হতে পারে বেজিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − one =