বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি।শুধু বাঙালিই নয়,জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সামিল উৎসবে।মহাষ্টমীর দিন কার্যত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পুজো মণ্ডপগুলিতে।লাইন দিয়ে প্রতিমা দর্শন করেন দর্শনার্থীরা।ছোট থেকে বড়ো সকলেই লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেন এক পলক ‘মা’ কে দেখার জন্য।এক ‘মা’কে দর্শন করতে সন্তানকে কোলে নিয়ে লম্বা লাইনে অপেক্ষা করেন মায়েরাও।হালিশহর বাগমোর ‘ত্রিপর্ন’ পুজো কমিটির পক্ষ থেকে তাই নেওয়া হলো এক উদ্যোগ। লাইনে দাঁড়িয়ে থাকা সন্তান সহ মহিলাদের হাতে তুলে দেওয়া হলো অতিথি কার্ড।এই অতিথি কার্ড বিলি করলেন পুজো উদ্যোক্তা প্রবীর সরকার।ভিড় এড়িয়ে যাতে সন্তান নিয়ে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন দর্শনার্থীরা ,তাই এই উদ্যোগ পুজো কমিটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 7 =