শনিবার, ২৯ জুন। শনিবার, ৬ জুলাই। মাঝে ঠিক এক সপ্তাহের ব্যবধান। বার্বাডোজ়ে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup) হয়ে দেশবাসীকে গর্বের মুহূর্ত উপহার দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। হারারেতে জ়িম্বাবোয়ের (IND vs ZIM) কাছে ১৩ রানে হারতে হল।
লক্ষ্য ছিল মাত্র ১১৬ রান। টস জিতে জ়িম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন শুভমন গিল (Subman Gill)। যিনি এই সিরিজে ভারতের অধিনায়ক। আর প্রথমে ফিল্ডিং করে প্রতিপক্ষকে মাত্র ১১৫/৯ স্কোরে আটকে রেখে আশার আলো জাগিয়েছিল ভারত। সকলে ধরেই নিয়েছিলেন যে, হারারে স্পোর্টস ক্লাবে সহজেই ম্যাচ জিতবে ভারত। বরং চর্চা চলছিল, কত দ্রুত রান তুলে নেবে টিম ইন্ডিয়া। কত বল বাকি থাকতে, কটি উইকেট হারিয়ে?
কিন্তু ভারতীয় ইনিংস শুরু হতেই দেখা গেল উলটপুরাণ। জ়িম্বাবোয়ের বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটাররা। টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয়ে গেল ১০২ রানে। ১৯.৫ ওভারে শেষ হয়ে গেল ভারতের জারিজুরি।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে তুলতে হতো ১৬ রান। ডেভিড মিলাররা পারেননি। ভাগ্যের পরিহাসে এদিন জ়িম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ওভারে ম্যাচ জিততে ভারতকে তুলতে হতো সেই ১৬ রানই। মাত্র ২ রান তুলতে পারল ভারত।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ব্রায়ান বেনেটের বলে ফিরে যান অভিষেক ম্যাচ খেলতে নামা অভিষেক শর্মা। ৫ ওভারেরের মধ্যে ভারতের স্কোর দাঁড়ায় ২২/৪। তখনই সিঁদুরে মেঘ দেখেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল।
শুভমন গিল (৩১), ওয়াশিংটন সুন্দররা (২৭) চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। জ়িম্বাবোয়ে বোলারদের মধ্যে ৩টি করে উইকেট সিকন্দর রাজা ও তেন্ডাই চাতারার।