পুলিশ সূত্রে খবর,হালিশহর ডানলপ ঘাটে প্রতিমা সহ একটি গাড়ি দাঁড় করিয়ে রেখে ড্রাইভার অন্যত্র চলে যায়। কিছুক্ষণ পরেই অপর একটি প্রতিমাসহ গাড়ি আসে এবং ঘাটে নিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই গাড়িতে ধাক্কা লাগে। ফলত, ডাইভারহীন প্রতিমা সহ গাড়িটি ঘাটের একেবারে কিনারায় চলে যায় এবং কাঁদার মধ্যে গিয়ে আটকে যায়। যার ফলে ধাক্কা খেয়ে প্রতিমাটি গাড়ি থেকে পড়ে যায় নিচে।ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা দুই পৌর কর্মীর উপর এসে পরে প্রতিমাটি। যার ফলে গুরুতর আহত হয়েছে তারা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হালিশহর পুলিশ প্রশাসন এবং হালিশহর পৌর প্রশাসন। তাদের তৎপরতায় অবশেষে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হালিশহর ডানলপ ঘাট। হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার জানিয়েছেন,ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা তারা পৌঁছায়। পাশাপাশি পুলিশ প্রশাসনও পৌঁছায় এবং তাদের তৎপরতায় বড়সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + seven =