এলটিকে কোম্পানির শ্রমিকেরা বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শালপাতা বাগান আগরপাড়া ইন্ডাস্ট্রিয়াল জোনে করোনা ভাইরাসের জন্য গত দুবছর বোনাস দেয়নি কর্মচারীদের এ বছর ১২% বোনাস দেওয়ার জায়গায় কোম্পানি কর্তৃপক্ষ সেই বোনাস কমিয়ে দেয় এই বোনাসের দাবিতেই কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়ে এই কোম্পানির আন্ডারে প্রায় ৫০০০ এর কাছে শ্রমিক কাজ করে ফিনিশিং কাটিং সেলাই প্যাকেটিং সব মিলে সব শ্রমিকরা মিলিতভাবে আজ সন্ধ্যার থেকে আন্দোলনে ওঠে এবং যে পরিমাণে শ্রমিকদেরকে মালিক পক্ষ থেকে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে সবকিছু মাথায় নিয়ে শ্রমিকরা তাদের কাজ করে যাচ্ছে কিন্তু শারদ উৎসব এর আগে বোনাস দিতে গিয়ে মালিকের পক্ষ থেকে তা কমিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে শ্রমিকরা মুখরিত হয়ে ওঠে করোনার দু’বছর কোম্পানির পক্ষ থেকে বাসের ব্যবস্থা করে শ্রমিকদের আসার জন্য কিন্তু সেই বাসের খরচা সকলের মাথার থেকে মালিকপক্ষ মাসিক মাইনে থেকে কেটে নেয় একদিকে কাজের বোঝা যেরকম বাড়াচ্ছে অপরদিকে সেই রকম সময় সময়ও বাড়িয়ে যাচ্ছে মালিকপক্ষ এই সব কিছুর বোঝা মাথায় নিয়ে শ্রমিকরা তাদের উৎপাদন করে যাচ্ছে। কিন্তু তাদের যে দাবি সরকারি যে নিয়ম বোনাস দেওয়ার সেক্ষেত্রে গিয়ে মালিকপক্ষ উদাসীন হয়ে পড়ছে। এখন দেখার শ্রমিকদের এই আন্দোলনের কাছে মালিকপক্ষ কতটা মাথা নত করে শ্রমিকরা কি তাদের অর্জিত অধিকার বোনাস আদায় করতে পারে কি না তা এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + seven =