বড়দিনে শিশুদের সাথে সময় কাটালেন রানাঘাট জেলা পুলিশ সুপার।

২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন।আর বড়দিন মানেই সান্তাক্লজ,বাহারি কেক,গির্জা,পিকনিক ইত্যাদি।ইতিমধ্যেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে সমস্ত গির্জাগুলি।বাদ পড়েনি রানাঘাটের সমস্ত চার্চগুলিও।রানাঘাটের হোলি চাইল্ড স্কুলে এদিন বড়দিনের উৎসবে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার কে.কান্যান। এদিন হোলি চাইল্ড স্কুলের সকল শিশুদের সাথে সময় কাটালেন রানাঘাট জেলা পুলিশ সুপার।রানাঘাট জেলা পুলিশ সুপার কে.কান্যানকে স্বাগত জানায় স্কুলের শিশু ও শিক্ষক-শিক্ষিকারা।এরপরই সেখানে সমস্ত শিশুদের মধ্যে কেক বিতরণ করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =