বীরভূমের রামপুরহাটে তৃনমুল কংগ্রেসের উপ-প্রধান ভাদু সেখ খুনে মূল অভিযুক্ত পলাশ সেখকে গ্রেফতার করল সিবিআই।গতকাল গভীররাতে পলাশ সেখকে তার বগটুই গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।সিসিটিভি ফুটেজে এই পলাশ সেখ ভাদু সেখকে লক্ষ্য করে প্রথম বোমা ছুঁড়তে দেখা গিয়েছে।এদিন ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত, গত ২১ মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃনমুল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।